Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

ভূমিকা:

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় অবস্থিত হর্টিকালচার সেন্টারের কার্যক্রম ১৯৬৪ সালে বিভিন্ন ফলজ, বনজ, ঔষধি, শোভারর্ধনকারী, শাক-সবজি ও  মসলা জাতীয় পাইলট প্রকল্প হিসাবে কার্যক্রম আরম্ভ হয়। প্রতিষ্ঠার পর থেকেই অত্র সেন্টার এই জেলায় মান সম্পন্ন চারা/কলম চাহিদা পূরণ করে আসছে। সেন্টারের মোট আয়তন ৬৪.১ একর। চারটি ভাগে বিভক্ত এই সেন্টারের দক্ষিণে ঢাকা-খাগড়াছড়ি মহাসড়ক ও পূর্ব পাশে বি.জি.বি এর ব্যাটালিয়ন হেডকোয়ার্টাস এবং পশ্চিমে এ.এস.পি অফিস ও উত্তরে কৃষি গবেষণা ও দক্ষিণ পাশে গ্রাম অবস্থিত। 

প্রতিষ্ঠানের উদ্যোশ্যঃ-

# ইহা একটি জনসেবা মূলক প্রতিষ্ঠান। 

# আধুনিক ও উন্নত জাতের চারা/ কলম, ফুল ও বীজ উৎপাদন উৎপাদন করা 

# সরকারী নির্ধারিত মূল্যে চারা/কলম বিতরণ/বিক্রয় করা।

# সকল শেণী কৃষকদেরকে ফলজ বাগান সৃজনে উদ্বোদ্ধ করা এবং বাগান করার কাজে আগ্রহী কৃষকদেরকে প্রযুুক্তিগত সহায়তা প্রদান করা। 

# বিভিন্ন উদ্যান ফসলের ইনডিজেনাস জার্মপ্লাজম সংগ্রহ ও সংরক্ষণ করা। 

#স্থানীয় কৃষক/কৃষানীদের বাস্তব প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে চারা/কলম উৎপাদনের পারদর্শী করে গড়ে তোলা।

#নার্সারী স্থাপনে স্থানীয় জনগণকে উৎসাহী করে তোলা। 

# জনগনের আর্থসামাজিক অবস্থা উন্নয়ন ঘটানো।

# কৃষক দল গঠনের মাধ্যমে সম্প্রসারণ সেবা প্রদান করা।


কমান্ড এরিয়াঃ-

জেলাঃ খাগড়াছড়ি জেলা: রামগড়, মানিকছড়ি, লক্ষ্মীছড়ি, মহালছড়ি, গুইমারা, মাটিরাঙ্গা, পানছড়ি, দিঘীনালা, খাগড়াছড়ি সদর।